খাশোগির পরিবারের সৌদি ত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত
আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি
সাংবাদিক জামাল খাশোগির পরিবারের সদস্যদের সৌদি আরব ত্যাগে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে রিয়াদ। সৌদি কর্তৃপক্ষের এ পদক্ষেপের সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরা। তারা বলেছেন, খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সত্য উন্মোচনে আগ্রহী হলে তার পরিবারের সদস্যদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া উচিত সৌদি আরবের।
এর আগে মঙ্গলবার বাদশাহ সালমান ও প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সৌদি রয়্যাল কোর্টে সাক্ষাৎ করেন তুরস্কে সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার জামাল খাশোগির দুই ছেলে ও এক আত্মীয়।
সৌদির সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সির (এসপিএ) প্রকাশিত ছবিতে দেখা যায়, খাশোগির ছেলে সালাহ ও তার এক আত্মীয় সাহল আহমেদ খাশোগি বাদশাহ ও প্রিন্সের সঙ্গে করমর্দন করছেন।
গত ২ অক্টোবর তুরস্কে সৌদি কনস্যুলেটে খুন হন রাজপরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি। খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।
সৌদি আরবের মানবাধিকার কর্মী ও খাশোগির ঘনিষ্ঠ বন্ধু ইয়াহিয়া আসিরি বাদশাহ ও যুবরাজের সঙ্গে সালাহর সাক্ষাতের বিরোধীতা করেছিলেন। তিনি বলেছেন, খাশোগির পরিবারের সদস্যদের ওপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। এ সত্ত্বেও রাজপ্রাসাদে ডেকে তাদের সঙ্গে সাক্ষাৎ গুরুতর লাঞ্ছনা।
তিনি বলেন, জামাল আমাকে বলেছিলেন যে, সৌদি ত্যাগে তার পরিবারের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এমনকি খাশোগির স্ত্রীকে জোরপূর্বক তালাক দিতে বাধ্য করা হয়েছিল। দেশে ফেরত আনতে বাধ্য করার লক্ষ্যে পরিবারের সদস্যদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি কর্তৃপক্ষ।
সৌদি এই মানবাধিকার কর্মী বলেন, যদি তারা সত্য উন্মোচনে আগ্রহী হয় তাহলে হত্যার দায় স্বীকার করে সৌদি কর্তৃপক্ষকে অবশ্যই খাশোগির পরিবারের ওপর আরোপিত দেশ ত্যাগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে।
নিউজওয়ান২৪/এমএম
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন